বাক্‌ ১৪৮ ।। অরিত্র চ্যাটার্জি

 


ইনটুইশন

 

প্রতিবার পর্দা সরাই

আর

মাথার ওপাশে 

একটা কালো হাত

সড়সড় করে নেমে যায়

যেন কোন বিজাতীয় প্রাণীর

আঁচড়ের দাগ

কেটে বসে কব্জি ও কবাটে

অস্পষ্ট আলোয় সেসব চিহ্ন

তবু

এত বেশি পরিচিত 

কেন মনে হয়


1 comment:

  1. অরিত্র চট্টোপাধ্যায়2 July 2021 at 21:36

    বাহ!

    ReplyDelete