বাতাসে বসন্তের দাগ
১
কোকিল-কোকিল
রাতে কৃষ্ণচূড়াডাল...
কালা
পলিটিক্স নাচে লোভের মতন
বেলাজ
করাত হাসে বনের ভেতর,
আমাদের
কান্না ছুঁয়ে গাড়লের চাল!
মেজে
যায় চরাচর গৌতম–মেথর...
পাতার
বুকের নিচে ওড়ে অবিগত
অংশত
ওমের ক্ষত পিয়ালের কান্না...
মাতাল
শিঙের ফোঁস আহত ডিঙায়—
দারুণ
করুণ সুরে জেগে ওঠে রক্ত
সভাপতির
কিরিচে সিঁড়িরা লুটায়...
২
পর্ণপাতা
ছিঁড়ে যদি সংসদের রাতে
ফুলের
তোড়ায় ঢুকি গন্ধমেরা ফোটে
খুলে
যায় ধীরে ধীরে মন্ত্রের ঝাড়ায়
কন্ডম
বেরিয়ে পড়ে যেন প্যারাস্যুট
সূর্যমুখীশিষ
কাঁপে গ্রীষ্মের হাওয়ায়!
উঁচু
টাওয়ারের চিল বর্ষা তোলে বারে
জুতাদের
ভাঁড়ে নামে বেশুমার ক্ষুধা...
তিথির
বর্ষায় দেখি মেট্রোপলিটন—
সে
চুমু পলিটিক্যাল বিনিদ্র ঠোঁটের
খোলস
ছেড়েছে পাখি সাপের মতন!
খুব ভালো লিখেছ।
ReplyDeleteশুভ হোক।
Deleteজীবনকে জীবন হয়ে ছুঁয়ে দেখার মত দুঃসাহসিক দৃঢ়তায় পংক্তিমালাগুলো হৃদয়কে ছুঁয়ে গেছে!
ReplyDeleteভালোবাসা নেবেন।
Deleteভালো লাগল
ReplyDeleteসাম্প্রতিক বিবেচনায় নিয়ে অনেক ভালো মানের লেখা, যারা রাজনৈতিক পতিতাবৃত্তি করে তাদের ধারণায় গুরুত্বহীন মনে হবে। ধন্যবাদ কবি এমন লেখার জন্য।
ReplyDelete