বাক্‌ ১৪৮ ।। অনির্বাণ দাশ

 


আরণ্যক

 

সকালের আলো এসে পড়েছিল চোখে 

এদিকে কাঠ কাটার শব্দ কিছুতেই বন্ধ হয় নি

জোছনার রাতে যারা বনে গিয়ে পীরিতে মজে ছিল 

তাদের সব প্যান্ট খোলা। খুঁজে পাচ্ছে না অন্তর্বাস 

তারা বল্কল গাছের পাতাটাতা দিয়ে যৌনাঙ্গ ঢেকে ফিরেছে শহরে

শহরে কাটা গাছের জ্বালানি 

ধোঁয়া ধর্ম ধর্ষণ অতিলোভ 

।।

সকালের আলো তাই বিছানা ছেড়েছি 

বিছানা না বই বিছানো বোঝা দুষ্কর । 

এবার সভ্য পৃথিবীতে নেমে ভান করবো

বেঁচে আছি 

পোশাকে আড়াল করব শরীর

তবু তার ফাঁকফোকর দিয়ে গোপনাঙ্গ দেখতে চাইবে

জগতের লোক

এর চেয়ে ঢের ভালো ছিল পাতা ও বল্কল

দুমুঠো খাবার বিছানার ওম দুটো বইপুথি

বড়ো প্রিয় দিনরাত ছিল 

 

শীতঘুমে চলে গেছে  স্তনবৃন্ত ভগাঙ্কুর রমণীর মন

আমার দিনগুলো রাতগুলো আমার জন্যে বেঁচে থাক 

আমার না-কাটা গাছ বনের জোছনা পাতার পোশাক 

।।


4 comments:

  1. পড়লাম কবিতাটি।নগ্নতাকে উন্মোচিত করে দেওয়া লেখা।শেষ লাইন দারুণ লাগল।

    ReplyDelete
  2. এই সময়ের যথার্থ অনুভূতিকে যথাযথ শব্দবন্ধে প্রকাশ করে দেওয়া হয়েছে এই কবিতায়।
    কবি অনির্বাণ দাশকে আমার,আমাদের মুগ্ধতার কথা জানাই। কবির আরও বাকসম্পদের জন্য আমরা অপেক্ষা করব।

    ReplyDelete