বাক্‌ ১৪৮ ।। পলাশ কুমার পাল

 

কিছু তো ছিঁড়ে গেছে

             

 

কিছু তো ছিঁড়ে গেছে...

ক্যালেণ্ডারের ভিতরে বিস্তৃত পথে

পাখির পালকের পাশে

ঝরে পড়া একদানা ধানের গল্প-

 

বা কিছু গোটা আকাশে

গোটা এক রামধনু রেখে

কবিতার খাতা বহুদূর বকের দীর্ঘ ঠোঁট,

দু-একটা মাছের আঁশ চিকচিক করে-

 

কিছু তো ছিঁড়ে গেছে...

কোনো এক পুতুলের পাশে

এক শ্লেট নদীতে যেভাবে সাগর মেশে-

 

কোনো এক মলাট

বা মলাটের ভিতরের গ্রাম-শহর-

 

কিছু তো ছিঁড়ে গেছে...


No comments:

Post a Comment