বাক্‌ ১৪৮ ।। নীলোৎপল গুপ্ত


 

পারলৌকিক

 

ওপরে ঝুলছে সুদীর্ঘ খিলান-গম্বুজ

আর কুচিকুচি খন্ড রেদ্দুরের সুতো

ঠিক তার নিচে যে কুন্ডলাকৃতি অবরোহী পথ

তুমি তার শেষ বৃত্তে বড় সতর্ক পা রাখলে

এইমাত্র।

 

তোমার ক্রমক্ষীয়মান স্মৃতির 

ফাঁকফোকর থেকে

ভক্ষক পিঁপড়েরা ফিরে যাচ্ছে গর্তের দিকে।

সময়ের এই অতিশীর্ণ পরিসরে

শুধু এক ঘূর্ণিত জলধ্বনি

মন্ত্রপাঠের মতো বেজে যাচ্ছে

একঘেঁয়ে সুরে।

 

তুমি অকস্মাৎ খোঁপার বন্ধন থেকে

জটিল এক রাশিচক্র খুলে নিয়ে

হাওয়ায় ওড়ালে।

আর আমাদের ভূত--ভবিষ্যৎ--  

ঊর্ধ্বমুখী জৈবপ্রবণতা

ছিন্নভিন্ন রোদ্দুরের ছত্রছায়ায়

শেষবারের মতো জ্বলে উঠলো

উল্লাসে..... 

 

 

No comments:

Post a Comment