তোমার তন্দ্রার পাশে
তোমার
তন্দ্রার পাশে দুখানি কবিতা রইল অতন্দ্র প্রহরী
ঘুম
থেকে উঠে স্তন্য দিয়ো গো এদের
যদি
বুকে স্নেহ থেকে থাকে
নচেৎ
ওদের ছুঁড়ে ফেলে দিয়ো মূলোৎপাটনে
এমন
অকল্পনীয় নিষ্ঠুরতা তোমাকে মানায় না তো জানি
কবিকল্পনায়
শুধু মেশে হাহাকার
কবি
আর প্রেমিকেরা পাগল প্রজাতি
এই
বলে, ভালোবাসা পেলে সব লণ্ডভণ্ড
করে
চলে যাব
ফের
বলে, না পেলে ভাঙচুর --
বুকের
ভেতরে দাউদাউ পুষে ঝোলায় ঠোঁটের কোণে হাসি
ভালোভাবে
বাঁচতে চেয়ে গান গায় আমি-র
তুমি-র
আশা
রাখে, সে কোন্ নতুন ভোরে কলকলিয়ে হেসে উঠবে তার ব্রাত্য গান।
রাত্রি
চাঁদের
খরিশ সাপ ঢুকে যায় মেঘের ফাটলে
কার
সাধ্য টেনে আনে -- যদি না নিজেই
মেঘের
বিবর ছেড়ে আকাশ-ডাঙায়
উঠে
আসে -- মেঘে মেঘে অন্ধ আজ অসীম আকাশ
কোন্
পাখি উড়ে যায় --অভ্রংলিহ তার ডানা ভরে
সাগর
পেরুনো সরগম --ব্লিজার্ডের ক্ষতের শুশ্রূষা
তার
সঙ্গে আমার প্রত্যঙ্গ গুপ্ত নক্ষত্রে উড্ডীন
ঘাসের
জাজিম জুড়ে গন্ধ-জরজর অন্ধকার
হাজার
জোনাকি-জ্বলা স্বাদু উষ্ণ গুঞ্জরনময়
একটি
চাঁপার গাছ অবশীর্ষ আমার হৃদয়।
এমন তোমার মধ্যে
এমন
তোমার মধ্যে ঢুকে আছি মনে হচ্ছে বেরুতে পারব না
কলকাতা
মিছিলে জব্দ রাস্তা কর্দমাক্ত আর যথারীতি ট্যাক্সিরা উধাও
মলহরণের
গানে এর মাঝখানে ঠিক আষাঢ় এসেছে ওই টিপে টিপে পা
আকাশের
দিকে চাও মেঘে মেঘে তোমারই কোঁকড়ানো কেশ লেগে
এদিকে
ব্যাপক যানজট মনে হচ্ছে রাস্তা ফুরোবে না
ফুটপাথে
থ্যাঁতলানো ইঁদুর আর মর্গের দুর্গন্ধ আসে মোমিনপুর থেকে
কতদূরে
ভিক্টোরিয়া, রবীন্দ্রসদনে ফোটে জারুলমঞ্জরী
সেন্ট
পলস ক্যাথিড্রালে কী গভীর মন্দ্রে বাজে পাশ্চাত্য সিম্ফনি
জীবনের
রাস্তাগুলো জ্যামে জং-ধরা লাগাতার
তোমার
তোরণে তাই বরাবর আমাদেরই দেরি!
পরাভূত
দুজনে
দেখা হল অন্ধকার বনে
তখনও
রক্তিমা ছিল মেঘের কোণে
রক্ত
শুষে নিল গোপনে শঙ্খিনী
হঠাৎ
মনে হল তাকে তো আমি চিনি
শীর্ণকায়া
নারী আত্মহত্যার
রাস্তা
বেছে নিল -- তার প্রেতাত্মার
মূর্তি
উঠে আসে শ্যাওড়া জঙ্গলে
কী
করে হাত রাখি উষ্ণ আতাফলে?
মিথ্যা
বাগদান সমূহ প্রতারণা
নিতে
সে প্রতিশোধ আমাকে মারল,
না?
আমূল
পরাভূত যৌন যুদ্ধে
মা
বলে ডাকব কি, বলব 'দুধ দে'?
তাতেই
সান্ত্বনা পেল কি শঙ্খিনী
ভবের
হাটে যার ফুরোল বিকিকিনি!
খুব ভালো লাগলো ❤️
ReplyDeleteপ্রতিটি কবিতা খুব সুন্দর। মুগ্ধতা একরাশ।
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteপ্রতিটি কবিতাই খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বারবার পড়লেও মনে হয় আবার পড়ি। দারুণ লেখা। খুব ভালো লাগলো। আশা করি আপনার কবিতা যেন আরো বেশি করে পড়ার সৌভাগ্য যেন আমাদের হয়
ReplyDeleteঅসাধারণ কবিতাগুচ্ছ। এক উল্লম্ব উড়ান🙏
ReplyDeleteমর্মস্পর্শী সবকটি কবিতাই।ভালো লাগল।
ReplyDeleteঅসাধারণ কবিতাগুচ্ছ।মুগ্ধ হলাম কবি।
ReplyDelete-কাকলি গুহ রক্ষিত