জ্যামিতি
বয়স বাড়তে বাড়তে হাড় ক্ষয়ে যায়,
নাভিকেন্দ্রের সাথে কোণে হেলে পড়ে মেরুদন্ড;
লতানো উদ্ভিদের সবিশেষ গুরুত্ব নেই আর
অবলম্বনহীন বালকের সঙ্গে পরিচয় ঘটে সেট স্কোয়ারের;
দেওয়ালে পিঠ ঠেকে গেছে যে বিদূষীর,
আমি তার চোয়ালে এঁকে দিই আয়ুর আরতি
পেনসিল কম্পাসের সঙ্গে বন্ধুত্ব হয়ে বসন্তের ব্যাসার্ধ বেড়েছে কিছুটা
খাতায় পাইপ এঁকে বাবাকে দেখাই,
বাবা ধমক দিয়ে বলেন,অবাধ্য ছেলে
নিষেধাজ্ঞা
তোমার কানে ঢোকে না
ব্যবহারের পর রুলারেও খাঁজ আসে,
সরলরেখা আঁকা দুষ্কর হয়ে যায়
নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ শূন্য
চাঁদার ব্যবহার জেনে গিয়ে মাথায় টাঁক পড়ে যায়
লাল কার্ড পেয়ে যে খেলোয়াড় মাঠের বাইরে চলে গেছে
'নিষ্ক্রিয় অঙ্গে'র পাঠ পড়িয়ে আমি তাকে সুমেরু থেকে
কুমেরুতে পাঠিয়ে দিই।
No comments:
Post a Comment