একাকী ঈশ্বর
তোমাকে দেব বলে যা দেওয়া হয়নি
রইলো আমার কাছে
কখনও ইচ্ছে হলে,
নিও না হয়
রাত তাই এতো অন্ধকার
খুব মেঘলা দিনে
গুঁড়ো গুঁড়ো সন্ধ্যে লেগে থাকে
প্রবাসে পৌঁছে একটা ফোন কোরো হাওয়া
ঠিক ঠাক পৌঁছতে পেরেছো কিনা জানিও
ওইটুকু শালপাতা
মুড়ে রেখে দিতে চাই।
ঘরের ভেতরে খুঁজলে এরকম
অনেক মোড়ক - শুকনো ফুল
শুক্লপক্ষের আঁকিবুকি পাওয়া যায়
মাঝে মাঝে তাইই হাতড়াই
হাত ছড়ে যায়
বালির মতো সময় খসে যাচ্ছে
কৃষ্ণচূড়ার মতো
লাল ছোপ পড়ে ঘরে চৌকাঠে
লুকোনো ঘুড়ির মাঞ্জায়
তবু, আলতা তো নয় !
প্রান্ত মুড়ে গেলে
নিজেকে গ্যাস বেলুন মনে হয়
উড়ছি তো উড়ছি
তারপর
থেমেই আছি
আমি কি নষ্ট হয়েছি ? সুখাগারের ভেতর ?
পারসেপশন অফ টাইমের ভেতর থেকে
ঘড়ি গুলো গলে গলে পড়ে
আমায় কামড়ে দেয়
আমি ব্যথা লুকোতে চাই না
তবু শুধুই চশমা ঝাপসা হয়
জামার খুঁটে চশমা মুছে
রেখে দি
পড়ার টেবিলে।
No comments:
Post a Comment