বাক্‌ ১৪৮ ।। সৌরভ লায়েক


 

হারেম ঘরের ভিতর

 

আমার ঘরের ভিতর একটি ঝিঁঝিঁ  নিয়েছে আশ্রয়

সে ডাকে আমি শুনি, আমি বলি সেও চুপ থাকে

 

এই হারেমের ভেতরে যদিও আমি একা নই 

তবু যারা ছিল তারা আজ কেউ নেই

সকলেই ফিরে গেছে নিজের বলয়ে 

 

আমি বিভ্রমে তাদেরই কথা ভাবি 

যেরকম ক্ষুদ্র কীট ডাকে সঙ্গী কে তার

এই তো পাথার । দুজনের স্মৃতি বিস্মৃত হতে হলে

উন্মাদ হতে হয় । তারপর ৭২ হুর কিংবা দোজখ 

যা হোক : সেখানে কেউ নিয়ন্তা নয়

 

জৈষ্ঠ্যের শীতে - ঘাস, বাতিল বাতাস 

পরাঙ্মুখ হয়েছে সকলে অবিমিশ্র কাল 

আদিগন্ত খেয়াল টোপরে শোলার সৌখিন কাজ

নিয়ে গেছে তাহাদের সুখের আলোকে

 

আঁধারের সলমাজরি উন্মাদ হতে পারি 

আমি প্রপিতার সাধ করা ঠাকুরের ঘরে 

(যাকে ওরা ভেবেছে হারেম)

আয়াতুল কুরসী পড়ি ভাঙা উচ্চারণে পুথি পড়া কাঠটির 'পরে ।

 

 

No comments:

Post a Comment