বাক্‌ ১৪৮ ।। রোশনারা মিশ্র

 

 

 

ভূমিকা করার আগে- নির্বাক লক্ষ দিন,

যেমন তেমন

 

ভূমিকা পেরোনোর পর- একদণ্ড,

অতর্কিত

 

পারার সম্ভাব্য দিন শেষ

 

না-পারাও প্রত্যক্ষ

আইনতই -

অপরাধ স্বীকার করা, কনফেসন, গিলট

 

 

ক্ষমা নয়, শাস্তিও নয়

হাত পেতে নিয়েছি যতটা

ফেরানোরও ঠিক ততটাই

 

হাতে গুঁজে দিতে পারি

চোরাগোপ্তা দিতে পারি

যেভাবেই দিই-

 

প্রত্যেক শ্বাস, ক্ষমাহীন, শাস্তিহীন

দায়-

নিজস্বতার

 

 

কাকে বলেনিজের কথা’?

কতটা প্রৌঢ় হলে বাবা মা-কে হত্যা করে

ক্ষত্রয়-নিধনের পথে একলা চলা যায়!

 

 

মেনোপজের কাছে এসে শেষ রক্ত

ঘন কালো পুঞ্জীভূত

 

কারণ এখন আর নিয়ম নেই

প্রতিচাঁদদুর্ঘটনা

 

যত ফুল পড়ে গেছে যত্রতত্র

অনাথ শিশুর মত সেখানেই গজিয়েছে

আত্মবিস্মৃতি

 

কুড়িয়ে-বাড়িয়ে যদি ইতিহাস লিখব তাতে ভাবি

ঘন সাদা স্রাব এসে ঢেকে দেয় চাঁদ, দেখি কম

 

সঞ্জয় বলে চলে- একে একে নিকেশ হয়েছে সকলেই

তবু আমি বেঁচে আছি

আমি বেঁচে আছি


No comments:

Post a Comment