বাক্‌ ১৪৮ ।। শ্রেয়সী চট্টোপাধ্যায়


 

তুমি নয়ত আমি 

 

প্রহরগুলো নষ্ট হচ্ছে 

দিন দিন বিষণ্ণতা গিলে ফেলছে তাদের, 

জল দিতে পাশে একজন এসেছিলো,

যা  দেখেছিলাম সেটা আমার হ্যালুজিনেশন 

 

বাস্তব যে বড়ো কঠিন, পাশে থাকে না কেউই

তাই জল দেওয়ার জন্যও লোকের অভাব, 

সেই অভাব ঘোচানোর তাগিদে যুদ্ধ আমাদের 

তুমি হারলে আমি না হয়

গোলাপ রাখবো তোমার বুকে।

আর আমি হারলে তুমি না হয় 

তুলসী রেখো আমার চোখে। 

 

No comments:

Post a Comment