ডজ করছি অ্যালজোলাম— এক
প্রত্যেকটা স্নান ঘিরে আমাদের বসবাস
সুতরাং জল এসে প্রসব করছে আদল
পিঠে এসে দোল দেয় সমবয়সি রোদ
পাখায় ফুটে আছে নিশাচর রাত
ডজ করা অ্যালজোলামে ঘেমে গেলে রাতের ক্যারাট
স্বর্ণমোচীর হাটবার জুড়ে নেচে ওঠে নাভির কীর্তন
এলোমেলো তরল খানিক আমার হয়ে
অপর হয়ে যায়!
হাতের আঁচে শুধুই
গোপন বুকপকেট।
আঠালো চিঠির ঠোঁটে পায়রার ট্যান হওয়া
পুলক লেগে মেহগনি হচ্ছে বাতাস।
‘চিক্ চিক্ করে বালি কোথা নাই কাদা’—
এইসব সেলডম বাইপাস ধরে কাঁপে জিয়ানো বাগান
একটা সন্ন্যাস পঙক্তি বাবা হতে হতে ছ'ফুট কবিতা হলে
আগুন লাগে জঙ্গলের ভার্জিনে।
অদ্ভুত সব চিত্রকল্প। 🌷🌷🌷
ReplyDelete