বাক্‌ ১৪৮ ।। বিপ্লব গঙ্গোপাধ্যায়


 

বর্ডার লাইন 

 

একটা ঘরের সামনে  থেমে আছে  পা

শেকড়ের কন্ঠস্বরে কেউ যেন ডাকল হঠাৎ

 

ধুলোবালি গজিয়ে 

কেমন লম্বা হয়ে গেছে পরিত্যক্ত  ছায়া

ছুঁতে পারছে না কোন দীর্ঘমেয়াদী হাত

 

 শুধু সেইসব নিরুচ্চার কথা

 একটা দাগের কাছে এসে 

ছেড়ে যাওয়া ছায়াটিকে ঘিরে আছে  জটিল আহ্লাদে

 

বরফের মলাট দিয়ে ঢাকা আছে অদৃশ্য রেখাটি

 

2 comments: