বাক্‌ ১৪৮ ।। সাগর ইসলাম

আয়তাকার মাটির জাল নোট

 

অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে গ্যাছে চোখ এবং অন্ধকার হেঁটে গেছে তোমার শরীরের ছায়ায়;

দ্যাখো___আলোর অধিক স্বচ্ছ তোমার শরীরছায়া; যার কোন কমা দাঁড়ি বিস্ময় নেই...

একদিন উঠে এসো দূরের গোলা থেকে আমার জাদুবনে

হরিণী বুক খুলে সাইন করে দিবো -সবুজরঙা ঘাস মূলত ভাতের কথা: ছোঁয়ার দিক থেকে সবমানুষই হতদরিদ্র!

 

যেমন_____শকুনও বাঘ কিন্তু পাখি সমাজে/

বাই দা ওয়ে:

- আমি কতোটা খারাপ থাকলে তুমি মৃত্যু অবস্থায় হাসো?

ভেরি শক

শক দ্যাটস্ হার্ট ফ্রক...

অথবা_______

জীবনের কথা বাদ দিলে বলি দালালের কথা:

- সূর্য হচ্ছে দিনের বেশ্যা (রাত সমাজে সূর্য নিয়ে আলোচনায়)

- চাঁদ হচ্ছে রাতের বেশ্যা (দিন সমাজে চাঁদ নিয়ে আলোচনায়)

- মানুষ হচ্ছে সূর্য ও চাঁদ মৈথুন করার ভোক্তা ও দালাল( সূর্য ও চাঁদ সমাজে মানুষ নিয়ে আলোচনায়)

 

 

 

পরম্পরা

 

আমার প্রাক্তনের জরায়ুতে ফেঁসে গ্যাছে এক শিশু

শিশুটির বয়স সাত মাস

নড়াচড়া শিখে গ্যাছে

আপসোস !

শি শু টি আর থামবে না...মৃত্যুর কাছে চুরি হওয়া অব্দি!

এ শিশুটির ও একদিন প্রেমি হবে, প্রেমি হবে প্রাক্তন এবং প্রাক্তনটিও হবে আমার চুরি যাওয়া প্রাক্তনের মতো মা !

 

সে মায়ের জরায়ুতেও ফেঁসে যাবে আরেকটি শিশু...

হায়

কপাল

সবার

ক্র মা গ ত - নড়াচড়া!

 

 

No comments:

Post a Comment