বাক্‌ ১৪৮ ।। বিশ্বজিৎ অধিকারী

 

কবির আবাস

 

সার্থক লেখাগুলির শরীর কালো করে রেখেছে ভিড়ের মাছিরা

হু-হু করে বিক্রি হচ্ছে বই, তরুণীরা লাইন দিল বইমেলার মাঠে

সংকলনের চরে বরাদ্দ চারকাঠা জমি, মিডিয়াতে মহার্ঘ স্লট

ঘাসের গায়ে আবৃত্তিকারের পায়েচলা পথ, খুঁটি পোঁতার গর্ত

কবির মতো দেখতে একজন সেলেব মুখে তৃপ্তির হাসি মেখে

অবিরাম স্বাক্ষর দিয়ে চললেন টাইটেল পেজে ...

 

এদিকে এই কোলাহল থেকে পালিয়ে বাড়ির পেছনে

এঁদো ডোবার পাশে একঝোপ অসফলতার ভেতর একা

চুপ করে বসে রইলেন কবি, পরিত্যক্ত মানুষের মতো

অন্ধকার স্যাঁতস্যাঁতে মাটি আর থম মেরে থাকা ভারী হাওয়া

সমস্ত সার্থকতা নগর-নন্দনে ছুঁড়ে ফেলে এই তার বিষণ্ণতার আয়েশ,

সন্ধান পেয়ে কেউ কাছে যেতে চাইলে সংকোচের শম্বুক তিনি।

 


1 comment:

  1. আপনি আপনার মতে এইরকম অসফল কবিতাই লিখে চলুন আমাদের জন্য।

    ReplyDelete