বাক্‌ ১৪৮ ।। ময়ূখ মাহবুব

 

আয়ু সংকট

 

মাতৃজরায়ুতে ঘৃণার টোপ ফেলে,স্বর্গীয় মানুষেরা তুলে নিয়ে যাচ্ছে লিকলিকে জারজ শিশুর পবিত্র আত্মা! ডাইনোসরের মুখ থেকে ভেসে আসছে, ইশ্বর প্রদত্ত আজানের হুকুমীয় ঘন্টা!

সন্ধ‍্যার পর হিজলের পথ ধরে হেঁটে যায় অপরিচিত সহস্র আগন্তুক, মাথায় চিতার কাঠখোড় নিয়ে।

বিভ্রমের ভেতর সপ্তমী চাঁদ ঝলসানো রাতে, একদল ফেরেশতা ভবিষ‍্যবাণী বিষয়ক বিশাল চিঠি ছুঁড়ে দিয়ে যায় বিছানার পাশে। প্রতিহিংসায় জর্জরিত শব্দমালা বেজে যায় দ্রুতগামী স্টিমারের ঝুল ফেলা ইঞ্জিনের ভেতর।

হাওয়া মাড়িয়ে অভিশাপেরা ছুটে চলে।

বেছে বেছে পরমযত্নে শালিকের পাখা থেকে দুঃখ ছাটাই করে নিয়ে, অতিক্ষুদ্রকায় অনুজীবেরা ঢুকে পড়ে, আঁশকাটা মৃত মাছেদের পাকস্থলিতে।

মরে-মরে, বেঁচে না থাকার দীর্ঘশ্বাস.....

 


No comments:

Post a Comment