বাক্‌ ১৪৮ ।। শ্যাম পুলক

 

দৃষ্টিভেদী

সময় পর্যায়

·        সংস্কার

n 

বিমূর্ত দৃষ্টি

পাখি কীভাবেসতের মাত্রার আকাশে ওড়ো

n 

পরাবাস্তবতা

মাছের চোখ

কাচে বাঁধা আকাশ

ঝলসে চাঁদ

n 

ভয়

নিবির রাতে আয়না ভেঙে গেলে মৃত্যু রটে

n 

কিংবদন্তি--মিথলজি

দগ্ধ ভোর

পিতা চোখ খুলেছে—

খুনি দেখবে

n 

ক্ষত

বাবলা কাঁটা রৌদ্র কেটে কেটে সময় মাপে

n 

দৃষ্টিপাত

সময় নিয়ে সংস্কার ছিলো সময় ছিলো

২১২১, ঢাকা।

·        ফসিল

n 

তৃষ্ণা

গহীন কুয়া তার আরো গহীনে নীড় খুঁজছে

n 

হেঁয়ালি

মহাশূন্যে তাকিয়ে শূন্যতা নীরব হাসে

n 

অতৃপ্ত-প্রবাহ

মৃত্যু খুঁজে নিস্তব্ধতায় চোখ বিলীন

n  ১০

আদি-প্রবাহ

সে যে কীভাবে শূন্য বিস্তারে সদা কী ভাবে

n  ১১

বিপন্ন-সুখ

ছায়া হেলেছে রোদের গহ্বরে মেঘে বিজলী

২১১২১, ঢাকা।

·        প্রবাহ

n  ১২

বিবর্তন—কিচ্ছা

জলে পতন বুঝেহলুদ বিছা স্বপ্নে ওড়ে

n  ১৩

নিরন্তর

পানকৌড়ি দিগন্তে পরাবলয় জলে ঢেউ

n  ১৪

বিষণ্নতা

বৃষ্টি পড়ে জানালায় আগুন ফড়িং ওড়ে

n  ১৫

নিস্তব্ধতা-বিন্যাস

অন্ধকার

স্থবির বিড়াল

শান্ত ঘর

n  ১৬

স্বপ্ন

মসৃণ আলো কাঁটায় ক্ষত চোখ পতিত তারা

২২২১, ঢাকা।

·        ক্ষত

n  ১৭

বিষাদ

চোখের পাপড়ি আঙুলের আঘাত সূর্যাস্ত

n   ১৮

মুহুর্তের বিস্তার

অন্ধকার

গাঢ় অন্ধকার

ক্ষণিক ছায়া

n  ১৯

স্মৃতি

গোলকধাঁধা বিনির্মাণে চেনা যাপনে ক্ষত

n  ২০

বন্দিত্বে মুক্ত

কাজলরেখা মুহুর্তের সুচ পরাবলয়

n  ২১

একঘেয়েমি ও মৃত্যু

সূতাশঙ্খ

বিকট অপেক্ষা

মুগ্ধ রাত

n  ২২

কোলাহল ও উন্মত্ততা

অন্ধ চোখ পাপড়ির শব্দ শূন্য ঘর

২১২২১, ঢাকা।

বিস্তৃতি পর্যায়

·        স্বপ্ন

n 

ঝরে পড়া মুহুর্ত

নীলকণ্ঠ

নদীর চরে খাদ

পালক ওড়ে


No comments:

Post a Comment