বাক্‌ ১৪৮ ।। অমিত চক্রবর্তী

 

বুড়ো কুকুর

 

মেয়েটা লেখে ভাল, এত ভাল যেন এই শেষ, যেন তার শেষ শব্দে

কলম মুচড়ে গেছে, দুমড়ে গেছে নিব, আর কোনদিনও লিখবে না পদ্যে

উচাটন মন, এরপর সে খুঁজে বেড়াবে জ্বর, নাকি জ্বরতপ্ত সেই আকুতি

এখনই। আমিও তো কতবার নিরুদ্দেশ হয়েছি, ভীরু অলস পা ফেলে

ন্ম দিয়েছি অজস্র অপরিকল্পনার, আমিও তো কতবার

চকমকি পাহাড়ের পাদদেশ থেকে ঘাড় নেড়ে ফেরত এসেছি

বেসমেন্টের চৌকিতে। নতুন কৌশল শেখাও হে যাদুকর,

শেখাও এই বুড়ো কুকুরে, লাফিয়ে উঠে ধরে নেব লাঠি, দৌড়ে গিয়ে

কুড়িয়ে আনব শব্দখেলার ফ্রিসবি, উড়িয়ে দেব নির্ভয়ে

র‍্যাগউইড, শব্দ ম্যাজিক বুড়ির সুতো, কোনো এক

নদীবিকেলে পড়বে তার ড্রিঙ্কে, অথবা অলস দ্বিপ্রহরে।

 


No comments:

Post a Comment