বাক্‌ ১৪৮ ।। মনোজ দে

মাঙ্গলিক 

 

কুষ্টি নয়, আমাদের অন্য কিছু মেলে

কোনোদিন আগুনের ঘুরপাকে, পুড়ে যাবে বিরোধী পদবী 

 

প্রতিটি গুজব ছুঁয়ে চিনে নেব

কতখানি সত্য পরতে পরতে মিশে ছড়িয়ে গিয়েছে সর্বনাম 

 

আলো চাষ করব। এমনই শীতের দিনে

বলেছিলে, কুষ্টি বাদে আমাদের যাবতীয় মেলে

 

 

 

 

অনন্ত

 

সেসব প্রতিশ্রুতির দিন মনে পড়ে

রিফিউজাল কত ধরনের হতে পারে

 

আমরা দু-তিন মিনিটে সমস্ত ভেবেছিলাম

আর দুঃখ বড় হয়ে উঠলে

দেখতাম দূরে খড়কুটোর মত ভেসে যাচ্ছি

 

একটা চাকরিই পারে সবকিছু সামলে নিতে, শেষবার বলেছিলে

 

তোমাকে এখনও হঠাৎ পেছন ফিরে 

তাকানোর মত সাধারণ মনে হয়

 

 

2 comments: