বাক্‌ ১৪৮ ।। পায়েল দেব

 

তলিয়ে যেতে যেতে

 

 

জানলা, দরজা খোলা এমনই তো আকাশ। 

 

তবু কিছুদিন ভাষাহীন জলস্রোতে দেহ রেখে দেখেছি কতদূর বিষণ্ণতা ছাড়া যেতে পারি 

শোক,নেশার মতো অতল পরিখা পেরিয়ে

রোদ, ছুঁয়েছে জানালায়

সুখ, থুথু করে ফেলে গেছে সকাল

 

ঝুঁকে পড়ে দেখি 

আনত মুখে বসে অন্ধের গান

যত কাছে গেছি, নেমে যেতে হয়েছে আরও কাছে।

 

 

গাছের কাছে-দুএকটা মৃত্যু চেখে দেখছে সুস্বাদু খাবার

পাতার কাছে-তাদের উদ্দাম প্রেম,ঠোঁটের আড়ালে ঠোঁট 

আরও নিবিড়ে-পাখির বাসায় কিচিরমিচির সন্তান

ফুরুৎ করলেই আকাশ

ছুঁতে গেলে-শব্দ, গভীরে তলিয়ে যাওয়ার গান

 

সব তলানির শুধু আছে একবুক হুহু 

 

 

আমি যে উন্মাদ ,স্বীকার করিনি। 

ইশারায় চাতক ডাকি। 

শ্মশান ছিঁড়ে বের করি পাঠকের কঙ্কাল 

গা থেকে খুলে আনি বইয়ের পাতা

যেগুলো আমার ঈর্ষার

কোনও লেখকের, যাকে আমি ঈশ্বর মেনে

ঘুরিয়ে ফিরিয়ে নকল করেছি এতকাল

 

অথচ কোনওদিন হ্যান্ডশেক করা হয়নি

 


No comments:

Post a Comment