বাক্‌ ১৪৮ ।। শোভন মণ্ডল


 

দ্রাঘিমা

 

বিছানার ওপর উল্টে আছে দুটো ভাঙা নৌকো

ফ্যান ঘুরছে

হাওয়ায় পতপত করছে পাল

টিকটিকি শিকারের অপেক্ষায় কিছুটা সময় নিচ্ছে

আলো ম্রিয়মান,

কোথা থেকে জাহাজডুবির গন্ধ ভেসে আসছে

আঁশটে,  কটূ, জায়মান

 

দুই দ্রাঘিমারেখা দু'মেরুতে

মিলিত হতে চাইছে

 

No comments:

Post a Comment