নাঙা সকাল
শূন্যতা
বুঝতে চাই না বলেই
চৌহদ্দি
থেকে তুলে দিয়েছি দেয়ালের বেড়
অন্তরীক্ষে
যার অবাধ যাওয়া-আসা
গতিপথ
বদলে সে এক অন্য মানুষ
আমার
উলবোনা আঙুলে তার রক্তাভ নিশান
শীতে
খুলে পড়ছে কুয়াসা ভোর
কিছু
প্রতিশ্রুতি ঝুনঝুন করে বাজছে
মগজে
খেলছে শিশুতোষ সাপ
এহেন
যৌবন ভুলে কে যায় সহমরণে
গায়ের
জামা ছিঁড়ে
ঝাণ্ডা
বানিয়ে দিয়েছি নাঙা সকালের
চায়ের
কাপে শব্দ উঠবে চুকচুক চুকচুক।
অসমাপ্ত চুম্বন
হিমায়িত
মৃত্যুর পাশে শুয়ে দেখি
ঝড়
উঠেছে শিরিশের বনে
হসপিটালগুলো
ভেঙে পড়ছে
পায়ের
কাছে গৃহপালিত সাপ
সন্তর্পণে
শ্বাস ছাড়ে
সন্ধ্যেয়
কেউ ওকে মেরে পালিয়েছে
ঝড়
স্তিমিত হবার আগেই
নিভে
যায় আলোর শেষ সলতে
ফের স্বপ্নের
কারাগার
সেখানে
সাদাকালো ট্রেন
রঙিন
হুইসেল বাজিয়ে থেমে গেলে
খড়খড়ি
নামে জানালায় জানালায়
তখন
এক নির্বোধ প্রেমিক
অসমাপ্ত
চুম্বন রেখে রমণে ধাবিত হয়।
No comments:
Post a Comment