বাক্‌ ১৪৮ ।। অনুপম বলছি


 

তরুণ লেখককে বলছি। নিজেকে এমন জায়গায় নিয়ে যান আপনার সমকালীন কোনো আলোচক আপনার নাম করবেন না, করতে পারবেন না। সেই জায়গায় নিয়ে যান যেখানে কোনো সংকলন আপনার লেখা চাওয়ার আগে দুবার ভাববে। আপনার নাম প্রকাশ্যে উচ্চারণ করার আগে নিজের জিভের ওজন পরীক্ষা করতে হবে একজনকে। সবাই আপনার নাম জানবেন। আপনার লেখার সম্পর্কে অবহিত থাকবে। কিন্তু চুপ করে থাকবে। কারণ আপনার সম্পর্কে কথা বলার যোগ্যতা তারা অর্জন করতে পারেনি। দূর থেকে খিল্লি করবে, যেমন বিধর্মী সাম্প্রদায়িকরা অন্য ধর্মের দেবতাকে বিদ্রুপ করে। আপনার চরিত্র হননের চেষ্টা করবে। আপনাকে হেয় করে আপনার লেখাকে হেয় করতে চাইবে। আপনি সহ্য করবেন। কারণ গুরুত্ব চায় সাধারণ লোকেরা, স্রষ্টার কোনো গুরুত্ব থাকে না। অন্যথায় মাচায় মাচায় ঘুরে গুরুত্বপূর্ণ হয়ে উঠুন, দাদাদিদিদের তেল মেরে লিখিয়ে গুরুত্বপূর্ণ হতে থাকুন। এসব ছেলেখেলা। তরুণ লেখককে বলছি, লেখাটা খেলাই। যেমন ঈশ্বর খেলার ছলেই পৃথিবী তৈরি করেছেন, এবং তিনি চানই না তাঁকে কেউ গুরুত্ব দিক।

 

                                                            অনুপম মুখোপাধ্যায়

                                                            পরিচালক- বাক্‌ অনলাইন